
ইউনুস আলী, কাালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় কাালিয়াকৈর আশেক নগর পার্কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল লতিফ। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.আখতার উজ্জামান , পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মো. মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সাবেক সহ -সভাপতি মো.মোখলেছুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.হযরত আলী মিলন,জেলা শ্রমিক দলের আহবায়ক মো.মিনার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন,উপজেলা যুবদলের আহবায়ক তপন খান প্রমুখ।