সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলার ধামরাইয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে নাজমুল হাসান অভি বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে ও একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির প্রতিটি দফা মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের সার্বিক অগ্রগতির বার্তা বহন করে। তার নির্দেশে আমরা আজ ধামরাইয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছি। এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে, যতদিন না দেশের প্রতিটি মানুষের হাতে এই বার্তা পৌঁছে যায়।
তিনি আরও বলেন,তারেক রহমানের প্রণীত ৩১ দফাই দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও জীবনমান বৃদ্ধির একমাত্র পথ।
এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ শাহীন, যুগ্ম আহ্বায়ক মীর রাকিব আলী, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন প্রমুখ।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, চলমান এই গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে ধামরাইয়ে বিএনপির জনসম্পৃক্ততা আরও জোরদার হবে এবং মানুষের মধ্যে দলের প্রতি আস্থা ও আশাবাদ বৃদ্ধি পাবে বলে মনে করেন।