
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, “বিগত পতিত সরকারের সময়ে ১৭ বছর বিএনপি ও শান্তিকামী মানুষের ওপর যত অন্যায়, অবিচার, খুন-গুম হয়েছে, তার প্রতিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “এ দেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবারই উন্নয়ন হয়েছে। বিগত সরকার গণতন্ত্র ধ্বংস করেছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।”
ওয়ান-ইলেভেন থেকে শুরু করে বর্তমান সরকারের সময় পর্যন্ত রাজপথে আন্দোলন করতে গিয়ে হামলা ও অসংখ্য মামলায় দীর্ঘদিন কারাভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “১৯৮৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত স্বৈরাচার এরশাদের ক্ষমতা বৈধ করতে চেয়েছিল, কিন্তু খালেদা জিয়ার দৃঢ় আপসহীন অবস্থানের কারণেই সেই অবৈধ সংসদ টেকেনি। তেমনি শেখ হাসিনা বারবার খালেদা জিয়াকে দেশত্যাগে প্ররোচিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন আপসহীন—গণতন্ত্রের জন্য কারাগারেও থেকেছেন, তবু জনগণকে আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছেন।”
পথসভা শুরুর আগে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান গুপ্তেরহাট জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদে অংশ নেন।
পরবর্তীতে তিনি গুপ্তেরহাট, গৈলা, রথখোলা, বড়বাড়ি ও দরগাহবাড়ি বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।