1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ধামরাইয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা লিপিকা রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা নিজেদের উন্নতির পাশাপাশি সমাজের পরিবর্তনেও অবদান রাখতে পারেন। সরকারি খাসজমি সমবায়ের মাধ্যমে লিজ দেওয়া গেলে বহু মানুষ উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, “সমবায় সমিতি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক। বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে এর ভূমিকা অপরিসীম।”বিউটি আক্তার নামে এক নারী সমবায় কর্মী বলেন,“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ একার পক্ষে যা সম্ভব নয়, তা একসঙ্গে সম্ভব। তাই নারীদেরও সমবায়ের সঙ্গে যুক্ত হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, সাবেক সমবায় কর্মকর্তা খোদেজা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD