
সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে তুরাগ (ভাঙ্গা ব্রিজ) এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উপরে ফুট ওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে সেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনতা।
শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজ শেষে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের জাগরন ও ভাকুর্তা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তারুণ্যের জাগরণ সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য মাহদী হাসান দিদার বলেন, প্রতিবছর এই সড়কে ব্রিজ না থাকার কারনে হারাতে হচ্ছে অসংখ্য প্রান। আমরা চাই নিরাপদ রাস্তা, আর নয় মৃত্যুর মিছিল।
তিনি আরও বলেন, আমাদের ভাকুর্তা ইউনিয়ন বাসির একটাই দাবি এই ফুটওভার ব্রিজটা দ্রুতই নির্মাণ করে আমাদের জীবনের নিরপত্তা দেওয়া হোক।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালনা পরিষদের সদস্য আরিফুল ইসলাম, উপদেষ্টা মন্ডলির সদস্য সুমন আহমেদ, আবুল ফাতাহ, এমদাদুল হকসহ আরও অনেকে।
এবিষয়ে সড়ক ও জনপথ (সওজ) ঢাকা সড়ক বিভাগের কল্যালপুর উপ-বিভাগীয় প্রকৌশলী এ এইচ এম তানভীর হামিদ জানান, পাশেই একটি বিশ্ববিদ্যালয় ও পোশাক কারখানা থাকাই ইতিমধ্যে আমরা ওই জায়গায় ফুটওভার ব্রিজ নির্মানের জন্য সড়ক ভবনের সেফটি বিভাগের টেকনিক্যাল প্রতিবেদনে জন্য পাঠিয়েছি। এরপর সয়েল টেষ্ট করে ডিজাইন করতে হবে।
তিনি আরও জানান, আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে ওই ওভার ব্রিজসহ জোড়পুল বাসস্ট্যান্ডের ওভার ব্রিজটি নির্মাণ করার জন্য।