
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী লকডাউন ও জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আশুলিয়া থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ শান্তি র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে আশুলিয়া থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালিতে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা কখনোই গ্রহণযোগ্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানান।
অবস্থান কর্মসূচি শেষে শান্তি র্যালিটি আশুলিয়ার বাইপাইল পর্যন্ত প্রদক্ষিণ করে। পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মোতায়েন ছিল বলে জানা গেছে।