
নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫ এর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয় এবং পরে বিজয়ীদের পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঘোষিত ফলে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন— সভাপতি: মোঃ আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি: মোঃ সুরুজ খান, সহ-সভাপতি: মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক: সুমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক: এরশাদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ সানোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক: নূর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: সরদার মোঃ শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কোষাধ্যক্ষ: শামীম হোসেন সুজন, কার্যকরী সদস্য (১): মোঃ মিজান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), কার্যকরী সদস্য (২): আসাদ মিয়া, কার্যকরী সদস্য (৩): মোঃ জাহাঙ্গীর আলম।
নির্বাচনটি সার্বিকভাবে তদারকি করেন সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় ভোটার ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।