
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ সাথে খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অফিস কক্ষের সোমবার (২৪ নভেম্বর ) সকাল ১০ টায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত’কে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয়।
সৌজন্য সাক্ষাতকালে খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ের শিক্ষার মান বৃদ্ধির করতে সরকারি- বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠান পাশাপাশি সকল সম্প্রদায়ে জনগোষ্ঠীর এক সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে মারমা, চাকমা, ত্রিপুরা নিজস্ব মাতৃভাষা শিক্ষার গুরুত্ব দিতে হবে। তাহলে পাহাড়ের পিছিয়ে থাকার শিক্ষার মান উন্নতি করার সম্ভব।
এবং খাগড়াছড়ি পার্বত্য জেলাতে আলাদা যার যার জাতির সত্ত্বার নিজস্ব সংস্কৃতি ও বৈচিত্র্য রয়েছে। সেসব বৈচিত্র্য ও সংস্কৃতি চর্চায় অব্যাহত বজায় রাখতে পূর্বে ন্যায় প্রশাসন কাজ করে যাবেন।
সৌজন্য সাক্ষাতকালের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সদর উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মংখয় মারমা, সাধারণ সম্পাদক থৈইউ মারমা, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি অংগ্য মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি ইন্জিনিয়ারিং ক্যরী মগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সহ- সাধারণ সম্পাদক নিউসাই মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা ঐক্য পরিষদ সহ-সভাপতি ক্রাজাইরী মারমা, সাধারণ সম্পাদক মিনুচিং মারমা, ছাত্র ঐক্য পরিষদ জেলা কমিটি সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উক্যনু মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।