1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

মদন মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১৭টি কাপড়ের দোকান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌরসভার মহিউদ্দিন মার্কেট বাজারে ভয়াবহ  অগ্নিকাণ্ডে পুড়েছে ১৭টি দোকান।
বুধবার  (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে হঠাৎ  আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে একাধিক দোকান জ্বলতে শুরু করে।
এতে প্রায় ১৪থেকে ১৫কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মদন, ও আটপাড়া স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মহিউদ্দিন মার্কেটের মা অর্ণালী বস্ত্র বিতান দোকান থেকে প্রথমে আগুন লাগে সঙ্গে সঙ্গে  আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি দোকানে। পরে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের দোকানিরা মালামাল সরিয়ে নিরাপদে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতায় এত বেশী ছিল যে ১৭টি দোকানই মুহূর্তেই মধ্যে পুড়ে যায়।
মহিউদ্দিন মার্কেটে ব্যবসায়ী অতি পরিচিত রাজলক্ষী কাপড়ের দোকানের মালিক  শ্রী মলয় পাল বলেন, আমার  ৪ টা দোকান পুড়ে গেছে । এতে ৩ থেকে সাড়ে তিন কোটি  টাকার কয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
আগুন নিভানোর সময় মহিউদ্দিন মার্কেটের  ব্যবসায়ী  নুরুল ইসলামের ছেলে রিপন মিয়া (৪৫)ও
আরব আলী ফকির ছেলে সানাউল্লাহ (৪০)  আহত হয়েছে। দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে।
মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার  মোঃ জনিয়ত আলী জানান,আমাদের  মদন ফায়ার সার্ভিসসহ মোট ৩ ইউনিট মদন এবং আটপাড়া যৌথভাবে ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মোট ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ।  ক্ষতি হয়েছে মোট ১৭টি দোকানের।
ক্ষয়ক্ষতির পরিমাণ মালিক পক্ষের সাথে কথা বলে  নির্ণয় করা হয়েছে ১৪থেকে ১৫ কোটি টাকার কাপড় সহ দোকানের  ক্ষয় ক্ষতি হয়েছে।
মদন উপজেলা জাতীয়তাবাদী বিএনপি (সভাপতি) ও চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার দুঃখ প্রকাশ করে বলেন, মদন পৌরসভা  মহিউদ্দিন মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৭টি দোকান তারা আজ নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য  অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি এও জানায়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কে সহযোগিতার করার জন্য সব সময় পাশে থাকবেন উপজেলা বিএনপি।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  শামসুল আলম শাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ ও কারণ নিশ্চিত করা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD