
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুইটিকে ৬ লাখ টাকা অর্থদণ্ড ও দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহি মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স ফারুক ব্রিকস ও একটি টায়ার কারখানায়, সুতিপাড়া ইউনিয়নে দুটি ভাটায় এ অভিযান চালানো হয়। এরমধ্যে দুটি ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। আর এইচএমবি, দুটি ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে ৪ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে দুটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।