
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাগরিকা কার্জ্জীর সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. শাহীন আলমের পরিচালনায় আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, খেলাফত মজলিস বাংলাদেশ চিলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়ার আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম মিঠু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, উপজেলা সমবায় অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথসহ প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে সফলতার গল্প তুলে ধরেন স্থানীয় মুরগি খামারি বুলবুলি বেগম। তিনি জানান, প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ গ্রহণের পর খামার ব্যবস্থাপনার প্রতি তার আগ্রহ তৈরি হয়। শুরুতে ২০০টি মুরগি দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে প্রায় এক হাজার মুরগি রয়েছে। এর মধ্যে ৫০টি মুরগি নিয়মিত ডিম দিচ্ছে, যা তার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।