
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় তিনটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭৪টি কক্ষের ভিতরে থাকা আসবাবপত্র, মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১ ডিসেম্বর) পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার পৌনে আটটার দিকে উপজেলার পূর্ব চান্দরা মজনু, মাহাউদ্দিন ও সোহেল রানার তিনটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথমে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসটি খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭৪টি কক্ষে থাকা ফ্রিজ, টিভি,ফ্যান, নগদ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত আফরোজা বেগম জানান, ১৩ বছর আগে গাইবান্ধা থেকে স্বামী সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলায় আসে। পরে উপজেলার পূর্ব চান্দরা ওই কলোনি ভাড়া নিয়ে বসবাস করে আসছে। প্রতিদিনের মতো সকাল সাতটায় তারা কাজের যোগদান করে। হঠাৎ করে সংবাদ পায় তার কক্ষে আগুন ধরেছে। তাৎক্ষণিক ছুটি নিয়ে এসে দেখে তার কক্ষে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শীতবস্ত্র ও শুকনো খাবার দেওয়া হবে। তবে যাচাই-বাছাই করে ক্ষতিপূরণ দেওয়া হবে।