
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা অঞ্চলের ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে “ন্যায় ও ইনসাফের প্রতীক” স্লোগানকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর ২০২৫-এর এক শীতল সন্ধ্যায়, সমনী স্বাত এলাকায় রাত সাড়ে ৭টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি স্থানীয়দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

উঠান বৈঠকে “আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই”—এই আহ্বানে অতিথিরা দেশের সামগ্রিক ন্যায়বিচার, নৈতিকতা ও সমাজের শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, মাওলানা মোঃ আফজাল হোসাইন, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জনগণের অধিকার, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি দেশকে চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঢাকা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং আশুলিয়া থানা আমির হাফেজ ওমর ফারুক, অধ্যক্ষ বশির আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আশুলিয়া থানা সেক্রেটারি মোঃ আবুল হোসাইন মীর, জামায়াতে ইসলামী ইয়ারপুর ইউনিয়ন আমির মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী, ইয়ারপুর ইউনিয়নের সেক্রেটারি মোঃ মাহবুব আলম।
তাঁরা সুশাসন প্রতিষ্ঠা, নৈতিক নেতৃত্ব নির্বাচন এবং সমাজে শান্তি-সুবিচার নিশ্চিত করতে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোঃ কামরুজ্জামান, আমির, ৮নং ওয়ার্ড, ইয়ারপুর ইউনিয়ন। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশার মানুষ এবং তরুণদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সমগ্র আয়োজন জুড়েই ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।