হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক—পথের দু’পাশজুড়ে মানুষের ঢল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার আশায় সকাল থেকেই অবস্থান নেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। বিমানবন্দর থেকে রওনা হওয়া গাড়িবহরটি পথে পথে জনস্রোত ঠেলে এগিয়ে দুপুর পৌনে চারটায় পূর্বাচলের ৩০০ ফিটের সুবিশাল সংবর্ধনা মঞ্চে পৌঁছায়।
সরেজমিনে দেখা যায়, সড়কের দু’পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের নেতাকে স্বাগত জানান। কোথাও কোথাও ফুল ছিটিয়ে, আবার কোথাও ব্যানার-ফেস্টুন হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। গাড়িবহর এগিয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে বারবার থেমে যেতে হয় যানবাহন চলাচল।
এই সময় গাড়ির ভেতর থেকে হাসিমুখে হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান। তার উপস্থিতি ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই ধীরে ধীরে গাড়িবহর সংবর্ধনা মঞ্চের দিকে অগ্রসর হয়।
সংবর্ধনাস্থলে পৌঁছানোর পর উপস্থিত নেতাকর্মীদের উল্লাস আরও তীব্র হয়। মঞ্চের আশপাশে দলীয় নেতাদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ সংবর্ধনার মাধ্যমে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আবেগের প্রকাশ ঘটেছে।
সামগ্রিকভাবে, বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট পর্যন্ত পথজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার বার্তা দিয়েছে বলে মনে করছেন।











