
কুড়িগ্রাম প্রতিনিধি : দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী হাইস্কুল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। কর্মসূচীতে ছিল কেট কাটা, বিতর্ক প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ। অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদান রাখায় জেলার চার সাংবাদিককে সম্মাননা স্মারক দেয়া হয়।
মানবতার সেবায় ৬ বছরের অঙিকার স্লোগানে এবারে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানসূচি সাজায় রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের গোল্ডেন হ্যাভেন যুব সংগঠনের সভাপতি নারীনেত্রী নাসিরা খন্দকার নিশা। রশিদ মন্ডল যুব ফাউন্ডশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিক কুড়িগ্রামের উপ-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ডিএম একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্ঠা সুব্রত কুমার ভট্টাচার্য, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, ভুরুঙ্গামারী কাস্টমস সহকারী (রাজস্ব) কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, সেন্ট্রাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল কবির। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করে ফাউন্ডেশনের সমন্বয়ক হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সাহসী সাংবাদিকতার জন্য বেরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার ও দৈনিক খবরের কাগজের কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, আঞ্চলিক উন্নয়নে তথ্যচিত্র সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বেসরকারি টেলিভিশন আরটিভি’র কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, বস্তুনিষ্ঠ ও সত্যানুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ প্রথম আলো’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন ও সংবাদপত্রে তৃণমূল সংবাদ তুলে ধরার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এরপরে কেক কাটেন অতিথিরা। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। শেষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।