1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইয়ারপুরে উঠান বৈঠক: ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় আল্লাহর আইন বাস্তবায়নের আহ্বান কৃষি জমিতে ক্ষতির শঙ্কায় মাটি খননে আনা ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ বুয়েট শিক্ষক সমিতির সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক মহিদুস সামাদ গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজধানীতে আলোচিত মা-মেয়ে হ’ত্যা: সেই গৃহকর্মী আয়শা ঝালকাঠীতে গ্রেপ্তার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস বরিশালে সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর হামলাকারী ‍পুলিশ সদস্য ক্লোজড গৌরনদীতে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ন্যায় ও ইনসাফভিত্তক রাষ্ট্র গঠনে “দাঁড়িপাল্লা” প্রতিকে ভোট দেওয়ার আহবান- মাওলানা আবুল কালাম আজাদ

দৌলতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে ১জন মারাত্মক জখম সহ আহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ১জন মারাত্মকভাবে জখম সহ ২ জন আহত হয়েছে।

জানা গেছে হামলায় মাদিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা বাবুল আখতার এর ছোট মেয়ে তামান্না খাতুন ও নাতী মরিয়ম খাতুন শারীরিকভাবে লাঞ্ছিত হাওয়া সহ আহত হয়। এবং বড় মেয়ে তানিয়া খাতুন ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে আহত হয়।

সন্ত্রাসী হামলার শিকার হওয়া ভুক্তভোগী তানিয়া খাতুন জানান, আমার মা মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে, আমার মায়ের সম্পত্তির মালিকানা বোনেরা বুঝে পাই।

এবং সেই সম্পত্তি জোর করে ভোগ দখল সহ জমিতে থাকা গাছপালা জোর করে কেটে নিয়ে বিক্রি করে দেয়ার পায়তারা করতে থাকে আমার চাচা কারি সরকার সহ তার ছেলে জোগনুর জামান সুইট সরকার।

তারই ধারাবাহিকতায় ২৭/০৩/২০২৪ ইং তারিখ সকাল ৮:৩০ মিনিটে আমার জমিতে অনধিকার প্রবেশ করিয়া সন্ত্রাসী কায়দায় তারা আমাদের গাছ কাটিয়া নিতে থাকে । এমন অবস্থায় আমি নিষেধ করিতে গেলে কারি সরকারের হুকুমে জোগনুর জামান সুইট সরকারের হাতে থাকা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে মাথার উপরে কোপ মারিতে গেলে আমি বাম হাত দিয়ে প্রতিরোধ করলে আমার হাতে কোপ লাগিয়া মর্মান্তিকভাবে জখম হয়ে আহত হই।

এবং আমার ছোট বোন ও মেয়েকে এই হামলায় অতপ্রতভাবে অংশগ্রহণকারী সুইট সরকারের স্ত্রী জেসমিন আক্তার, অজিফা সরকার সহ গুলজার হোসেন লোহার রোড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।

পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আমার বাবা-মা সহ ফুফাতো ভাইয়েরা এগিয়ে আসলে তারা আমাদের আহত অবস্থায় ফেলে চলে যায়।

পরে আমার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি এবং আমার হাতে ধারালো অস্ত্রের কোপে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় ছয়টি সেলাই দেওয়া হয়।

এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুলের সাথে কথা হলে তিনি জানান,ওদের সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে এমন অবস্থায় আইনি সহায়তা নিতে ভুক্তভোগীদের পরামর্শ প্রদান করেন তিনি।

এমন অবস্থায় ভুক্তভোগী তানিয়া খাতুন নিজে বাদী হয়ে, দৌলতপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা দেন।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD