
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমানঃ
নেত্রকোনার মদনে মিশুক বেবি ট্যাক্সি, সিএনজি, চালিত অটোরিকশা মালিক সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল রোজ শনিবার ১১ টা ৩০ মিনিটের দিকে পৌরসভার সম্মেলন সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মিশুক বেবি ট্যাক্সি অটোরিকশা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদ মাহমুদ প্রিন্স এর সঞ্চালনায় উদ্বোধনী ও ঈদ সামগ্রী বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, নেত্রকোনা জেলা মিশুক বেবি ট্যাক্সি, অটোরিকশা সিএনজি, মালিক সমিতির সভাপতি এম,এম সারোয়ার আলম রোকন, জেলা সাধারণ সম্পাদক,বাসিরুজ্জামান, জেলা কার্যকারী সভাপতি রাজন মোর্শেদ, মদন থানার এসআই সামিউল হায়দার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও শতাধিক মিশুক বেবি ট্যাক্সি, অটোরিকশা, সিএনজি অটোরিকশা মালিক সমিতির শুভ উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ তিনি মিশুক, বেবী ট্যাক্সি ,সিএনজি ,অটোরিকশা মালিকদের উদ্দেশ্য করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক ১৮ বছরের নিচে কোন ড্রাইভারদেরকে আপনার গাড়িটি তুলে দিবেন না, যে কোন সময় তারা দুর্ঘটনা ঘটাতে পারে, সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ড্রাইভার দেখে শুনে তাদের হাতে আপনার গাড়িটি তুলে দিবেন আপনার গাড়িটিও নিরাপদ,মানুষের জীবন মাত্রাও নিরাপদ।
ড্রাইভারদের উদ্দেশ্য বলেন, রাস্তার গতিরোধক, সিগন্যাল মেনে, পৌরসভা কর্তৃক গাড়ির লাইসেন্স নিয়ে গাড়ি চলার নির্দেশনা প্রদান করেন তিনি।