
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন (সিএসএসওয়াইও)-এর উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরেও শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত বিতরন করা হয়েছে। ১৪ জানুয়ারি রোজ রবিবার থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারি বন বিভাগে ৪০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম এসআই চিলমারী মডেল থানা।

স্বেচ্ছাসেবী সংগঠনঠি মানবিক সহায়তায় অদম্য গতিতে এগিয়ে মানব সেবা করে যাচ্ছেন।স্বেচ্ছায় রক্তদানসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মূল কাজগুলো করেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন। ইতো মধ্যে ৩শ ব্যাগ রক্ত বিভিন্ন মুমূর্ষু রেগীর মাঝে বিনামূল্যে ডোনেট করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছিম ইকবাল।চিলমারীর বুকে রমনা এলাকায়, অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠনটি ‘বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। সাধারণ মানুষের কল্যাণে অনর্গল কাজ করে যাচ্ছেন।এক ঝাক নিবেদিত তরুণ স্বেচ্ছাসেবীর তত্বাবধানে এগিয়ে যাচ্ছে সোশ্যাল সার্ভিস ইয়ুথ অর্গানিজশন।