মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় আনন্দ মিছিল করেছেন উপজেলা জাতীয়তাবাদ দল (বিএনপি), জামায়াত সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৫ আগস্ট) বিকেলে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে উপজেলা সড়কের ঘুরে আমতলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলায় বিএনপি সভাপতি এনামুল হক এনাম।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিতের খবর পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড থেকে নানা স্লোগানে উপস্থিত হন উপজেলা বিএনপির কার্যালয় ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে। উপস্থিত নেতাকর্মীরা একাধিক আনন্দ মিছিলে মুখরিত করে রাখে উপজেলা সদরের বিভিন্ন সড়ক।
এক পর্যায়ে বিক্ষিপ্ত জনতা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
এছাড়াও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন বাড়িতে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল এনাম বলেন, দীর্ঘদিন আ.লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষের উপর নানা ভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে। তাদের এমন স্বৈরাচারির ফলে এদেশের ছাত্রজনতা ও দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। যার ফলে জনতার আন্দোলনে মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা।