বরিশালের গৌরনদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার টরকী বন্দর বাসস্ট্যাস্থ বিএনপির সমর্থিত ব্যবসায়ীদের আয়োজনে মঙ্গলবার এশাথর নামাজের পর তহশীল অফিস জামে মসজিদে স্মরণ সভা ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল মোতালেব হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি এসএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাকির শরীফ, বিএনপি নেতা কাজী সারোয়ার, বরিশাল সদর উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুর, সদস্য মাসুদ হাওলাদার। বক্তব্য রাখেন ব্যবসায়ী বিএনপি নেতা মোবারক কল্লা, আব্দুস ছালাম হাওলাদার, বারেক কল্লা, মোঃ বারেক মাঝি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।