তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে আদালতে দায়ের কৃত মামলা প্রত্যাহারের জন্য বাদীকে প্রাননাসের হুমকি দিয়েছে একটি ভূমিদস্যু চক্র।জানা যায় দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের মো: তনু মিয়া ওরফে তমুজ উদ্দিনের ছেলে অটো চালক শাহাবুদ্দিন তার পৈত্রিক সম্পত্তি উদ্ধারে আদালতে ১৭২/১৬২/২৩৫/৩৪১/৩৯/ ৬০২/২৯১/২৯২/৩৯১/৩৯২/এই দাগ নাম্বার সহ আরো অনন্যানো দাগসহ মোট ২০০ শতাংশ ভূমি ওপর একটি মামলা দায়ের করে। এই মামলায় বিবাদীরা হলেন- দাউদকান্দি পৌর সভার দোনারচর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মহিউদ্দিন ও তার ভাই আবদুল রাজ্জাকের বিরুদ্ধে। ওই মামলাটি বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।
এতে উল্লেখিত মহিউদ্দিন ও রাজ্জাক গংরা আদালতেকে বৃদ্ধা বৃদ্ধাঙুলী দেখিয়ে উল্লেখিত দাগের ২০০ শত শতাংশ ভূমি জোর পূর্বক দখলে নেয়ার জন্য স্থায়ীভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এহেন ঘটনার বিষয়ে মামলার বাদী শাহাবুদ্দিন জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমার পৈত্রিক সম্পত্তি উদ্ধারে আদালতে একটি মামলা দায়ের করিলে উল্লেখিত ভূমিদস্যু মহিউদ্দিন ও রাজ্জাক আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমার ও আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে ৭- ৮ টি মামলা দায়ের করে আমাকেসহ আমার আত্মীয় স্বজনকে হয়রানি করে আসছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই নিরিহ অটো চালক হয়েও নিয়মিত তাদের দায়ের কৃত মামলা গুলোর হাজিরা দিয়ে যাচ্ছি।ওই ভূমি দখলদার মহিউদ্দিন ও রাজ্জাক গংরা প্রভাবশালী হওয়ায় তারা প্রতি নিয়ত আমাকেসহ আমার আত্মীয় স্বজনকে হুমকি দামকি দিয়ে আসছে। তারা আমাকে হুমকি দামকি দিয়ে যাচ্ছে আমার দায়ের কৃত মামলা আদালত থেকে তুলিয়া আনার জন্য। আমি যদি তাদের কথায় মামলাটি তুলিয়া না আনি তাহলে তারা আমাকে হত্যা করিয়া আমার লাশ ঘুম করিয়া ফেলবে বলে হুমকি দেয়।
এই হুমকির কারণে আমিসহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি এব্যাপারে দাউদকান্দি আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি।