মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে (১৭ সেপ্টেম্বর) মহান শিক্ষা দিবস উপলক্ষ্যে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ীর উদ্যোগে জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রী কলেজের হলরুমে একটি নিবন্ধ পাঠের আয়োজন করা হয়েছে।
উক্ত নিবন্ধ পাঠ অনুষ্ঠানে ১৯৫৮ সালে আইয়ুব খান সরকারের আমলে শিক্ষানীতি বাস্তবায়নে গঠিত শরীফ কমিশন ও ১৯৬২ সালে সেই কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনসমূহের বিস্তারিত আলোচনা করা হয় এবং গভীর শ্রদ্ধার সহিত সেসকল আন্দোলনে ঢাকায় শহীদ মোস্তফা, মামুন, ওয়াজিউল্লাহকে ও টঙ্গীতে শহীদ হওয়া শ্রমিক সুন্দর আলীকে স্মরণ করা হয়।
বক্তারা ৫২’র চেতনাই ৬২’র চেতনাকে উজ্জীবিত করে এবং ৬২’র শিক্ষা আন্দোলনই পরবর্তী সময়ে ৬৬’র ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় গভীর অনুপ্রেরণা জুগিয়েছে তার ওপর আলোকপাত করেন।
উক্ত অনুষ্ঠানে নিবন্ধ পাঠ করেন ওসমান গনি, তার সাথে ছিলেন রিয়াদুল ইসলাম সুফিয়ান, হাসানুজ্জামান শোয়েব, আব্দুর রব, টিআর রাজিন, সায়মন খান, এমদাদুল বারী রাফী, সুবিক রুদ্রপাল প্রমুখ।
এতে উপস্থিত থেকে বক্তব্যে বক্তারা সার্বিকভাবে সহযোগিতার জন্যে অধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।