1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. mdshafikulislamsohag76@gmail.com : Md. Sohag Islam : Md. Sohag Islam
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মী সভা গৌরনদীতে ছাত্রদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাবুগঞ্জে দলীয় কোন্দলেই কি স্থগিত বিএনপির সম্মেলন? বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরামে ববির তৌসিফ-বাপ্পি গৌরনদীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার মাঝরাতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, চিকিৎসার টাকা লুট চোর সন্দেহে যুবককে বিদেশি কুকুর দিয়ে নির্যাতন, গ্রেফতার ৩ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার ধামরাইয়ে ’র‍্যাব পরিচয়ে’ মারধর করে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, সাংবাদিকদের ওপর হামলার

‘ষড়যন্ত্র মোকাবিলা করে উৎসবমুখর নির্বাচন আদায়ে জাতি বদ্ধপরিকর’

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসবমুখর নির্বাচন আদায়ে গোটাজাতি আজ বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়।

যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নিবে না।

জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে সেই অনুযায়ী পি.আর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে পটিয়ার একটি মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক।

তিনি আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সাথে নিয়ে দায়িত্বশীল সর্বস্তরের দায়িত্বশীলদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জামায়াতে ইসলামী সবচেয়ে যোগ্য এবং দক্ষ প্রার্থীদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাদের নেতৃত্বে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তারা জনগণের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন বিনিময়ে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং তলা বিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে। এদেশের অর্থ বিদেশে পাচার করে তারা বিদেশে বাড়ি গাড়ি ও বেগম পাড়া তৈরি করেছে। দু:শাসন ও সীমাহীন জুলুম নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে রাখতে বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন ও ডামী নির্বাচন করে নিকৃষ্ট ফ্যাসিবাদ কায়েম করেছে। যার প্রেক্ষিতে ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পুরো সরকারকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।

মুহাম্মদ শাহজাহান বলেন, সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। নতুন স্বপ্নে নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হতে হবে সন্ত্রাস ও দখলদার মুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রতিটি উপজেলার ভোট কেন্দ্র অত্যন্ত গুরুত্বের সাথে পাহারা দিতে হবে। প্রত্যেক ভোটারের কাছে দাঁড়িপাল্লার প্রতীকের আহবান পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাফর সাদেক বলেন, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। কারো সাথে সংঘাতে না জড়িয়ে ভোটারদের কাছে গিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি ইউনিটে নিয়মিত গণসংযোগ অব্যাহত রাখতে হবে। ভোটারদের কাংখিত পরিবেশ তৈরী করতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। উৎসবমুখর নির্বাচন হলে জেলার প্রতিটি আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমদুল হাসান, মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, আ ক ম ফরিদুল আলম অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD