
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত বুধবার ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মাদকবিরোধী অভিযানে আশরাফুল ইসলাম (৩৮) ও সাদ্দাম হোসেন (৩০) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আশরাফুল ইসলাম হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অপর আটক সাদ্দাম হোসেন একই এলাকার বনগাঁও (মজিরপাড়া) গ্রামের নাকির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন রাতে উপজেলার বনগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মোঃ আশরাফুল ইসলাম ও তার সহযোগী মোঃ সাদ্দাম হোসেন কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।