
পরেশ চন্দ্র, স্টাফ রিপোর্টার : ভ্রমন প্রেমীদের জন্য এক দারুণ বার্তা। প্রকৃতির রূপ খুব কাছে থেকে দেখতে কে না চায়। তবে দেরি কেন চলো না হারিয়ে যাই দীঘার ঐ পাহাড়ের অপরূপ সৌন্দর্য্যের সেই লীলাভূমি কাঞ্চনজঙ্ঘা।

১৩ অক্টোবর থেকে প্রায় ২০ তারিখ পর্যন্ত পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে ক্লিয়ার এবং সুন্দর ভিউ পাওয়ার সম্ভাবনা আছে। এমনকি রংপুর বিভাগের উত্তরের আরও কয়েকটি জেলা থেকেও এই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা আছে। শীত আসার আগে এটাই সর্বোচ্চ সুযোগ। কারণ এর পরে শীতকালে আবহাওয়া ভালো থাকলেও অধিকাংশ সময়েই কুয়াশার কারণে তেমন একটা দৃশ্য পট দেখা যায় না।
তাই যাঁদের ইচ্ছা, কাঞ্চনজঙ্ঘা দুর থেকে হলেও দেখার খুব শখ তারা এবার ইচ্ছে পূরণ করতে পারেন। প্রিয়জন কিংবা পরিবার মহল সহ ঘুরে আসতে পারেন ও দারুণ ভাবে উপভোগ করতে পারেন এই নৈসর্গিক দৃশ্য। সেই সাথে পঞ্চগড়ের নিভৃত পল্লীর শীর্ণকায় শীতের মৃদু অনুভূতি আর চা বাগান সহ নানা কিছু।