
নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চাউলাইল এলাকায় নকল খেজুর গুড় তৈরির একটি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-৪।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, ফিটকিরি, চিনি, আটা, আখের গুড় ও খেজুর গুড়ের কৃত্রিম ফ্লেভার মিশিয়ে ‘খাঁটি খেজুর গুড়’ নামে ভেজাল গুড় তৈরি করা হতো। পরে এসব নকল গুড় বাজারে সরবরাহ করা হতো, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল, কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম, মেশিনারি এবং প্রস্তুত অবস্থায় থাকা নকল গুড় জব্দ করা হয়। কারখানায় উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, “এই সব উপাদান দিয়ে তৈরি গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অভিযান শেষে পুরো কারখানাটি সিলগালা করা হয়েছে।