
মো: আল-আমীন ভূইয়া, ক্রাইম রিপোর্টার : আশুলিয়ার নরসিংহপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নসিমপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—মোঃ নুরে আলম সিদ্দিকী, মোঃ নাজীর উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নাজমূল হোসাইন মোল্লা, আশুলিয়া থানা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার মোঃ কিসমত আলী।
দোয়া মাহফিল ও উঠান বৈঠকের আয়োজন করেন—মোঃ আপেল মাহমুদ হান্নান ভূঁইয়া,সাবেক সভাপতি, ইয়ারপুর ইউনিয়ন যুবদল এবং যুগ্ম সম্পাদক, আশুলিয়া থানা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। শেষে দোয়া পরিচালনা করা হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।