
নিজস্ব প্রতিবেদক : সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক জমকালো দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) গৌরনদী উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সংগ্রামী সদস্য সচিব ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সাবেক আহ্বায়ক জাকির শরীফ, ১ নং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুনার রশিদ।
উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক এস. এম. শিবলুর রহমান।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক মনির সরদার, নেতা জুয়েল হাওলাদার, কুতুবউদ্দিন সরদারসহ ১ থেকে ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—১ নং: আব্দুল হক সরদার, শাকিল ফকির, ২ নং: সোলেমান হাওলাদার, ৩ নং: কাজী আবুল আজাদ, স্বপন সরদার, জসিম শিকদার, ৪ নং: শ্রীকৃষ্ণ চক্রবর্তী, স্বপন মোল্লা, সাগর হোসেন শান্ত, মোঃ রিন্টন, ৫ নং: মিঠু খান, ৬ নং: আল-আমিন রাজু, আল-আমিন ফকির, মোকলেসুর রহমান শিকদার, খোকন শিকদার, ৭ নং: মোঃ পারভেজ, মোঃ রবিউল মীর, মোঃ সাঈদ আকন, মোঃ সাইফুল খান, ৮ নং: নয়ন হাওলাদার, আক্কাস হাওলাদার, আকাই হাওলাদার, রুবেল প্যাদা, ৯ নং: গিয়াস উদ্দিন তালুকদার, ইউসুফ সরদার।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।