
দৌলতপুর (কুষ্টিয়া) : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি)।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি’র সভাপতি ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আব্দুল আলীম সাচ্চু, সিনিয়র সহ-সভাপতি ও সম্পাদক ও প্রকাশক ডেইলি বাংলাদেশ টুডে,সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ আলো প্রতিনিধি মো. হেলাল উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. সোহানুর রহমান শিপন, সদস্য ও দৈনিক সময়ে দিগন্ত প্রতিনিধি রেজা আহমেদ জামান, সদস্য ও দেশের কন্ঠ প্রতিনিধি রাজিব হোসাইন, সদস্য জাহিদ হাসান সরকার।এর আগে সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।