1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ঐতিহ্যবাহী বলিখেলার ১১৫তম আসর ২৫এপ্রিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

অর্চক সিকদার, চট্টগ্রাম : ঐতিহ্যবাহী বলিখেলার ১১৫তম আসর বসছে আগামী বৃহস্পতিবার। নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের এই বলিখেলা। বলিখেলার পাশাপাশি তিন দিন ধরে চলবে বৈশাখী মেলা। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এনএইচটি হোল্ডিংস লিমিটেড।

(১৯.৪.২০২৪) শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে ‘আব্দুল জব্বার স্মৃতি কুস্তি’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলিদের জার্সি এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি উন্মোচন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

নগরীর লালদীঘির পাড়ে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, এ বলিখেলা আমাদের শত বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। বলিখেলাকে ঘিরে তিন দিনের মেলা অনুষ্ঠতিত হয়। দূর-দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসেন। আগামী প্রজন্ম যেন বলিখেলার ঐতিহ্য ধরে রাখতে পারে, সে জন্য কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী জানান, ২৪, ২৫ ও ২৬ এপ্রিল মেলা চলবে। মেলা হবে মাঠের বাইরে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD