আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা-বেনাপোল মহাসড়কের রজনী ক্লিনিকের সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ধানকাটা এক শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইকেল আরোহী আরেক শ্রমিক। গতকাল বুধবার (১লা মে) ভোর ৬টা ৩০মিঃ দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
নিহত গোলাম মোস্তফা (৪৮) ও আহত আনিসুর রহমান (৩৩) দুই জনেই যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছেন।
বেনাপোল পৌরসভার কাউন্সিলর শাহীন আলম জানান, বুধবার ভোরে পার্শ্ববর্তী লাউতাড়া গ্রামের গোলাম মোস্তফা ও আনিসুর রহমান নামে দুজন ধানকাটা শ্রমিক কাজের সন্ধানে বাই সাইকেল চালিয় বের হন। তারা বেনাপোল বাজারের উদ্দেশে স্থানীয় রজনী ক্লিনিকের সামনে বাম পথ দিয়ে আসছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গোলাম মোস্তফা মারা যান এবং আনিসুর রহমান গুরুতর আহত হন। আনিসুরকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা স্বীকার করে জানায়,সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টি যশোর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।