সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের গোপালপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্রী (৯) ধর্ষণের ঘটনায় রবিবার দুপুরে এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ধর্ষক একই গ্রামের দলিল লেখকের সহকারী হামজালা হোসেনের (৩০) ফাঁসির দাবিতে এনায়েতপুর কেজির মোড়ে কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গোপালপুর গ্রামের সড়কে মানববন্ধন শেষে এলাকাবাসি বিক্ষোভ মিছিল নিয়ে কেজির মোড়ে যায়। সেখানে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে ধর্ষকের ফাঁসির দাবীতে এলাকাবাসি ও শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। এরপর তারা সেখান থেকে মিছিল নিয়ে এনায়েতপুর থানা চত্বরে গিয়ে শেষ হয়। পুলিশ এ ঘটনায় ধর্ষক দলিল লেখকের সহকারী হামজালা হোসেন (৩০), রোজি খাতুন (৪৮), ধর্ষকের বাবা ইব্রাহিম মোল্লা (৬৫) ও চাচা লতিফ মোল্লা (৬০) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে ধর্ষিতা শিশুর বাবা জানান, গত শনিবার সকাল ১১ টার দিকে তার মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় আমার মেয়েকে পথে একা পেয়ে একই এলাকার লম্পট হামজালা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার চাচি রোজির ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটির গোপনাঙ্গ ক্ষতিগ্রস্থ হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে রোজি সহ অন্যান্যরা সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে মাথায় পানি ঢালে ও পাশের বাড়ির এক পল্লি চিকিৎসক শেফালিকে ডেকে নিয়ে দেখায়। রক্তক্ষরণ বন্ধ করতে শেফালি ক্ষতিগ্রস্থ গোপনাঙ্গে ৩টি সেলাই দেয়। এরপরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ও শিশুটির অবস্থা আরও বেগতিক হয়ে পড়ায় তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার বাবা মা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে পরিবারের লোকজন জানিয়েছে।
এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির তাঁত শ্রমিক বাবা বাদি হয়ে ধর্ষক হামজালা সহ ৫ জনকে আসামী করে এনায়েতপুর থানায় এশটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষক সহ ৪ জনকে গ্রেফতার করে। রবিবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্ট চলছে।