আশুলিয়া : সাভারের আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় সাবেক স্ত্রী মিমকে (২১) কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মো. নাইম মিয়া নামের এক যুবক। এ ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
মো. নাইম মিয়া নাটোর জেলা সদরের মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। তার সাবেক স্ত্রী মিম নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
নিহত মিমের প্রতিবেশী নাতাশা বলেন, নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। মিম তখন তার সাবেক স্বামীকে তাড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ আমাদের রুমে আসে নাইম। তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নাইম ছুরি নিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করেন। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। ততক্ষণে এসে দেখি মিমকে নাইম হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়েছেন।