নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোজ শুক্রবার যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার অহনা জিন্নাত, পরে থানা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, সভাপতি চানগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দসহ দলের সর্বস্থরের নেতৃবৃন্দ এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো। রাত ১২টা ১ মিনিট থেকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি , আমি কি ভুলিতে পারি’ গানের সুমধুর সুর জানান দিচ্ছে আজ অমর একুশে ফেব্রুয়ারি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ‘‘বাংলাকে’’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ শাসক গোষ্ঠীর চোখ–রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। সেদিন ছাত্র–ছাত্রীরা মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন বাঙলার বীর সন্তান।
আর তাদের রক্তের বিনিময়ে ‘বাংলা‘ পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষার স্বীকৃতি।