নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
“এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ইসলামীর সাবেক নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস) মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ শেকুল, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায় সাঈদ বিন ফজল, উপজেলায় আইসিটি কর্মকর্তা তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমি সুপার জোছনা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন অন্যান্য প্রমুখ।
এসময় যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত অনেক উদ্যোক্তারা উপস্থিত ছিলেন, এর আগে উপজেলা পরিষদ হলরুম প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য, লোক-কারুশিল্প ও মেলা উৎসব অনুষ্ঠিত হয়।