নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদন উপজেলায় বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুই মাদক কারবারি কে ৫৯৮পিস ইয়াবাসহ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা যৌথ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে জাহান মিয়া (২৫) এবং লিজন মিয়া( ২২)।
পুলিশ এবং নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে নিশ্চিত করে জানান, জাহান মিয়া এবং লিজন তারা আপন দুই ভাই মিলে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করছে।
গোপন সংবাদের ভিত্তিতে আমারা তাদের বাড়িতে অভিযান চালাই বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাদের নিজেদের বাড়ি তল্লাশি করে ৫৯৮ পিস ইয়াবা, ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন ফোন, ১২টি সিমকার্ডসহ দুই ভাইকে আটক করেছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ আল আমিন জানিয়েছেন ৫৯৮ পিস ইয়াবা, ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন ফোন, ১২টি সিমকার্ডসহ আপন দুই ভাইকে আটক করা হয়েছে। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা হেফাজতে নেওয়া হয়েছে তাদের
বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।