গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে‘ স্লোগানে বরিশালের গৌরনদীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বার্থী ইউনিয়নের চারঘাটা এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চারঘাটা জামে মসজিদ থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘মাদক সেবনকারী ও বিক্রেতারা সাবধান’ ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ‘মাদককে না বলি, মাদকমুক্ত জীবন গড়ি’, নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ বিভিন্ন মাদক বিরোধী বিভিন্ন স্লোগান দেন এলাকাবাসী। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও তার অঙ্গসংগঠন নেতা কর্মীরা বক্তব্য রাখেন।