জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবনে জেলে বাওয়ালিদের- অপহরণ করে চাঁদা আাদায়ের জন্য বনে যাওয়ার সময় ৭ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা ও বাঁশ তলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট-গার্ড পশ্চিম জনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ।
আটককৃত হলেন দস্যু দলের প্রধান মোঃ হান্নান শেখ (৬৫) ও তার সহযোগী রেজাউল শেখ (৫৩) সুরত মল্লিক( ৪৭) আবু তালেব খান( ৪৭)হোসেন আলী শেখ (৫৫) এবং হাবিবুর রহমান (৫৫) এরা সবাই খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
কোস্টগার্ড সূত্র জানাই দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি অপহরণ ভয় ভীতি বিভিন্ন অপহরণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
বৃহস্পতিবার সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্য যাত্রাকালে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হান্নান বাহিনীর প্রধান সহ এবং তার ৫ জন সহযোগীকে আটক করা হয়। পরে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী হাবিবুর রহমানকে ২টি এক নলা বন্দক ৩টি রামদাসহ রামপাল থানা দিন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়।
পশ্চিমজনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনেক মাহমুদ জানান জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।