নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্য সারাদেশে ন্যায় মদন উপজেলা জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এর সঞ্চালনায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, ভোটার হওয়া আমাদের জাতীয় অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন। দেশের জনগনকে ভোটার হওয়ায় আগ্রহ বাড়াতে সকলকে আহবান জানানো হয়।