নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা ছাএদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন ৬০০ বোতল ফেনসিডিল গায়েব করে দিয়েছেন। ২ মার্চ দিবাগত রাতে অঙ্গাত কিছু চোরাকারবারি সখিপুর মেইন রোড সংলগ্ন রাস্তা দিয়ে আনুমানিক রাত ২ টায় দিকে রাতের আধারে ৬০০ বোতল ফেনসিডিল পাচার করার চেষ্টা করে। চেষ্টার প্রক্কালে, স্থানীয় কিছু জনতা তাদের আটক করলে দেবহাটা উপজেলা ছাএদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন ও কেবিএ কলেজ ছাএদলের সদস্য সচিব শিমুল সহ তার দলবল নিয়ে ৬০০ বোলত ফেনসিডিল উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং গায়েব করে দেয়।
ঘটনাটি জানাজানি হলে ফিরোজ হোসেন তুহিন ও তার দলবল ডিবি অফিসে ফোন করে ৫০ বোতল ফেনসিডিল তাদের কাছে জমা দেয় ও ৫৫০ গায়েব করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক সখিপুর স্থানীয় লোকজন জানান, ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর দলীয় সাইনবোর্ড বাবহার করে মাদক সেবন, মাদক ব্যাবসা, চাঁদাবাজি সহ বেপরোয়া হয়ে ওঠেছে ফিরোজ ও তার বল।
এ বিষয় জানতে চাইলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হয়রত আলী বলেন,, আমি এখন পর্যন্ত এই বিষয়ে কোন তথ্য পাই নাই আপনার কাছ থেকে শুনলাম।