গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম।
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ৮মার্চ ২০২৫ শনিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান’র সভাপতিত্বে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এ্যাড. ফাতেমা আক্তার ।
গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্চয় কুমার ভদ্র, উপজেেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনর্থীরা উপস্থিত ছিলেন।