1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masud Sardar : Masud Sardar
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না: নাজমুল হাসান অভি তিতাসের এস এস টি জনকল্যাণ যুব সংগঠনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ ধামরাই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ মুন্সীগঞ্জে লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযান আটক ১৮ চোরের ভিডিও করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফুলবাড়ীতে গাজায় নিরিহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক আশুলিয়ায় ১৩ বছরের কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার তিতাসের রামভদ্রা যুবকল্যাণ পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা

কয়রায় এলজিইডির অবহেলায় রাস্তা নির্মাণ-সংস্কার কাজ বন্ধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫টি রাস্তার সংস্কার কজ স্থানীয় সরকার (এলজিইডির) অবহেলায় বন্ধ থাকায় দিন, দিন চলাচলের জনদুর্ভোগ চরমে উঠছে। ৫ ও ৬ নং কয়রা লঞ্চঘাট থেকে কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ অভিমুখে সড়ক টির কাজ শুরু হয় ২০২২ সালে।প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে খোয়া ফেলে লাপাত্তা ঠিকাদার।একি রাস্তার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে জিয়াদের মোড় পর্যন্ত কাশির খালের পাশের রাস্তা ঢুসে খালে পড়ছে গাইড ওয়েল ছাড়া রাস্তাটি নির্মাণ করা হয়।

রাস্তাটি সংস্কার কাজের ব্যায় ধরা হয়েছে ৮১ লাখ ৯৪ হাজার, ৭২ টাকা। গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটির কাজ শুরু হলেও কাজের মেয়াদ শেষ হয়ে গেছে সংস্কার কাজ শেষ হয়নি। হাবিবুর রহমানের দোকান হইতে মাঝের আইট বিসি ভায়া নলপাড়া(০০-১৫০০মিঃ) রাস্তাটির ইট তুলে নতুন করে পিচের রাস্তা নির্মাণ কাজ শুরু হয় খোয়া ফেলে চলে গেছে ঠিকাদার প্রায় ৩ মাসের বেশি সময় পার হলেও কাজ বন্ধ রয়েছে জনদুর্ভোগ বাড়ছে কোমলমতি শিশুদের স্কুলে যাতয়াত খুবই দূর্ভোগ। রাস্তা নির্মাণ কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৩৮ হাজার ৪৬ টাকা।

ঠিকাদার হিসেবে কাজটি ন্যায় তৎকালীন সময়ের আওয়ামী লীগের এমপি আক্তারুজ্জামান বাবু নিয়ে অন্য ঠিকাদার দিয়ে কাজ শুরু করে তবে ঠিকাদার বালু ও খোয়া ফেলে চলে গেছে।

কয়রা মদিনাবাদ হাইস্কুল মোড় থেকে ৪ নং কয়রা লঞ্চঘাট অভিমুখের এলজিইডি ও স্থানীয় সুত্রে জানা গেছে সড়কটির দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার ২০২০সালের ঘূর্ণিঝড় আম্ফানে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় ২০২১ সালের ডিসেম্বার মাসের প্রথম দিকে রাস্তা টি পুনরায় সংস্কার কাজ হাতে নেয় (এলজিইডি)খানা খন্দ সংস্কার করে ও নতুন কার্পেটিংকরার জন্য বরাদ্দ হয় ১ কোটি ২৩ লক্ষ টাকা।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়নি। সরেজমিনে দেখা গেছে রাস্তাটিতে নতুন করে আবার খানা-খন্দ৷ তৈরী হচ্ছে একটু রৈদ্রের তাপ বেশি পড়লে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান জোরে চালালে রাস্তার বালু, রাভিষ উড়ছে অসাস্তকর পরিবেশ তৈরী হচ্ছে। রাস্তার পাশে বসবাস করা পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা বলেন আমাদের বাড়ির ঘর, খাবার সব রাভিষ পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

ছোটো বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে পড়ছে।১ নং কয়রা মাঝের আইট গ্রামের ভ্যান চালক মোঃ নাছির উদ্দীন শেখ বলেন, প্রায় তিন বছর পূর্বে রাস্তা টি সংস্কার করার জন্য খোয়া দিয়ে রেখে যায় ঠিকাদার এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি রাস্তা দিয়ে যানবাহন চালাতে কষ্ট হয় ধুলা বালি উড়ে চোখে মুখে যায় অসুস্থ হয়ে পড়ছি।

একি এলাকার আব্দুল জব্বার বলেন বহুদিন ধরে আমাদের এলাকার রাস্তা টা খারাপ হয়ে পড়ে আছে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের ছোটো, ছোটো ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। তাঁরা ঠিক মতো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেনা।

এসব রাস্তার বিষয় নিয়ে একাধিক বার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী(এলজিইডি) দারুল হুদা ‘র সাথে কথা হলে তিনি বলেন, ঠিকাদার কাজ বন্ধ করে চলে গেছে তার কাজ বাতিল করা হয়েছে। নতুন করে আবার ঠিকাদার দিয়ে কাজ করবো। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এসব রাস্তা নির্মাণ কাজের ও বরাদ্দ কৃত আর্থ কোথায় গিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD