গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম : বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসষ্ট্যান্ড নামক এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নি*হত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পরে যায়।
স্থানীয়দের কাছে এ খবর পেয়ে তাৎক্ষনিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকেই মৃ*ত বলে ঘোষণা করেন।
নি*হত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।অপরজন ভ্যান চালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃ*ত সুরাত খানের ছেলে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।