কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য মোঃ আবু হাসান ও ইউপি সদস্য মোঃ রেজাউল করিম কারিম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির ।
এ উপলক্ষে আরও বক্তব্য রাখেন বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার ইউনুছ আলী,সহকারি শিক্ষক শেখ হুমায়ুন কবির, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল বাশার, অচিন্ত কুমার সরকার, দিপক কুমার মিস্ত্রী, উত্তম কুমার দাস, ইসমাইল হোসেন, হেনা রানী মন্ডল, অজয় কুমার মিস্ত্রী, মলিনা মন্ডল, বিদায়ী শিক্ষার্থী পলক মন্ডল, শারমিন সুলতানা, কারিমা সুলতানা প্রমুখ।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির।