1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
শনিবার, ২১ জুন ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

তিতাসে একতা বাসের ধাক্কায় প্রাণ গেলো তানজিনা নামে এক শিক্ষার্থীর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে তানজিনা আক্তার নামে পাঁচ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল নিউ একতা বাস সার্ভিস লিঃ নামের হোমনা-কুমিল্লা গামী একটি বাস।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২ টায় জগতপুর ইউনিয়নের টেগুরিয়াপাড়া (বাতাকান্দি) গ্রামের সফিক মিয়া ও মাসুদা বেগমের তৃতীয় সন্তান। জানা যায়, মেয়েটি বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী। তার বাবা সফিক মিয়া একজন সিএনজি চালক ও মা অন্যের বাসায় ঝি এর কাজ করেন।

অত্যন্ত নিরীহ পরিবারের একজন মেয়ে ছিলেন তানজিনা। এবিষয়ে বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়। সকালে ক্লাশ করে তানজিনা বাসায় ফিরছিলো তার বড় বোনের সাথে। সোয়া বারটার দিকে শুনি একতা বাসের ধাক্কায় মেয়েটি মারা গেছে।সাথে সাথে আমরা তাকে দেখতে যাই। আমি একটি কথাই বলব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাঞ্চন কান্তি দাশ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনগত যাবতীয় ব্যবস্থা তিতাস থানার পক্ষ থেকে গ্রহণ করা হবে।সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছেন এবং একতা বাসের বেপরোয়া চলচলের নিয়ন্ত্রণ চাইছেন।ঘটনা পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD