
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষ পূর্তি উপলক্ষ্যে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর মোড় থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়রা মধুর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ র সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ ( কয়রা- পাইকগাছা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামী র সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওঃ রফিকুল ইসলাম, মোঃ অলিউল্লাহ, ,মাওলানা সুজা উদ্দীন, মোল্লা শাহাবুদ্দীন, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন দীর্ঘ ১৫ বছর পর আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি, গতবছর এই দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যায়।
স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলনে কয়েক’শ’ ছাত্র জনতার জীবন, পঙ্গুত্ব বরণ, হাজারও আহতদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি।আমরা বলতে চাই জুলাই, আগষ্টে নির্বিচারে পাখির মতো করে ছাত্র জনতার উপর যাঁরা গুলি করে হত্যা করেছে তাদের বিচার দৃশ্যমান না-হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন মেনে নেবেনা এদেশের আপমর জনতা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের কয়রা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।