তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মজিদপুর আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি তন্ময় হাসান কাজলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. আশরাফুল আলম সরকার।
স্কুল অ্যান্ড কলেজের অর্থ বিষয়ক সম্পাদক কামরুল হাসান লিটন, ইয়াছিন মিয়া মেম্বার,আবু হানিফ মেম্বার, সাবেক মেম্বার আব্বাস আলী, আবুল কাশেম, প্রতিষ্ঠানের এ্যাডমিন ও ডিরেক্টর কবির হোসেন আজাদ, প্রধান শিক্ষক মো. সবুজ আহমেদ, সাবেক মেম্বার নেকবর আলী, নাজিম উদ্দিন সরকার, লিলু মিয়া প্রধান,সিরাজুল ইসলাম, রহমত আলী সরকার, হাজী শহিদ মিয়া,জসিম মিয়া,আ.বাতেন লেংটা,হোসেন মিয়া ও আঃ করিম মিয়া।দোয়া মুনাজাত পরিচালনা করেন মুফতি নেছার উদ্দিন।