গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য নারী নেত্রী পারভীন সুলতানা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪) তারিখে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বরিশাল জেলা থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছেন। তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা মালেক মৃধার পুত্র বধু গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও নলচিড়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সহধর্মিণী।
সংরক্ষিত আসনের মনোনয়ন সংগ্রহ করে নারী নেত্রী পারভীন সুলতানা বলেন বরিশাল জেলা মহিলা সংরক্ষিত আসনে সে মনোনীত হয় তাহলে নারীদের নিয়ে বেশি কাজ করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবেন।