বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় ভাতের হোটেলের আড়ালে ইয়াবা ব্যবসা করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এলাহী হাইওয়ে রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। এ অভিযানে স্থানীয় জনগণ ও সাংবাদিকরাও সহযোগিতা করেন।
আটকরা হলেন— রেস্টুরেন্টের হোটেল বয় নয়ন তালুকদার ও ডলফিন পরিবহনের চালক রায়হান মোল্লা। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।