নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদনে পূর্ব শত্রুতার জেরে হারুন চৌধুরী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ অক্টোবর) আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এঘটনা ঘটে।
নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত জোয়াদ মিয়া চৌধুরীর ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে হারুন চৌধুরী তার কৃষি জমিতে কাজের শ্রমিক ঠিক করার জন্য
পাশের গ্রাম রুদ্রশ্রীতে যান।
পূর্বের শত্রুতার জেরে তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন এর সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ের শাহাবুদ্দিন ও তার ভাই এরশাদ (৩০) ইব্রাহিম (৩৫)সহ লোকজন মিলে হারুন চৌধুরীর উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি কিল ঘুসি মারধর করলে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কৃষক হারুন চৌধুরী। ঘটনাস্থল মারা যান, কৃষক হারুন চৌধুরী।
পরে এ অবস্থায় রুদ্রশ্রী গ্রাম থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার তায়েফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েফ হোসেন এও বলেন, মৃত ব্যক্তির চোখে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এক বছর পূর্বে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর ভাতিজা শাওন এর সাথে ঝগড়া হয়েছিল ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন এর সৎ ভাই এরশাদ মিয়া (৩০) এবং ইব্রাহিমের সঙ্গে।
পূর্বের জেদকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় শাহাবুদ্দিনের লোকজনের হাতে হত্যার শিকার হলেন কৃষক হারুন চৌধুরী।
মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সে দিকে খোঁজ খবর রাখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।